শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ না’গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এনসিপির উদ্বেগ, কঠোর পদক্ষেপের দাবি কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ‘ছাড়াতে গিয়ে’ সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবদল নেতার ভাইয়ের মৃত্যু ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গুলি: বিতর্কের জেরে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার বাবু শহরের কিল্লারপুলে ঝোপ থেকে মাথায় আঘাতসহ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারের দাবি এলাকাবাসীর বন্দরে শীর্ষ মাদক কারবারির বাড়িতে হানা, মাদক-অস্ত্রসহ মেয়ে ও ভাতিজা আটক

না’গঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী সোহাগ পটুয়াখালী থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৮৬ 🪪

নারায়ণগঞ্জ থেকে অপহৃত বিশিষ্ট ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগকে অপহরণের একদিন পর পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকা থেকে হাত-পা বাঁধা ও আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

আলহাজ মোহাম্মদ সোহাগ মীম শরৎ গ্রুপ এবং শাহজালাল নেভিগেশনেরও ব্যবস্থাপনা পরিচালক। তিনি রোববার (১ জুন) রাতে নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকার তোলারাম কলেজ রোড থেকে নিজের ব্যবহৃত গাড়িসহ অপহৃত হন।

সোমবার দুপুর ১২টার দিকে পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকায় তার নিজের গাড়ির ভেতর থেকেই তাঁকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে এলাকাবাসী দুটি প্রাইভেটকার দেখতে পান। এর মধ্যে একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি সাহায্যের জন্য হাত নাড়ছিলেন। কৌতুহলী জনতা কাছে গিয়ে দেখতে পান, গাড়ির ভেতরে ওই ব্যক্তির হাত, পা, কোমর ও মুখ শক্ত করে বাঁধা এবং তিনি গুরুতর আহত।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরবর্তীতে বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানানো হলে তারা স্বস্তি প্রকাশ করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ মোহাম্মদ সোহাগ গণমাধ্যমকে জানান, “আমি রোববার রাতে বাসায় ফিরছিলাম। পথিমধ্যে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রের মুখে আমাকে জোরপূর্বক অপহরণ করে। অপহরণকারীরা আমার ওপর অমানুষিক নির্যাতন চালায়, গায়ে ইলেকট্রিক শক দেয় এবং মাথায় পিস্তলের বাট দিয়ে একাধিকবার আঘাত করে। আল্লাহর অশেষ রহমতে এবং সকলের দোয়ায় আমি প্রাণে বেঁচে ফিরেছি।”

তবে, এই চাঞ্চল্যকর অপহরণের ঘটনার সঙ্গে কারা জড়িত, কিংবা কী কারণে তাঁকে নারায়ণগঞ্জ থেকে এত দূরে পটুয়াখালীতে নিয়ে যাওয়া হলো, সে বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ বিষয়ে गहन তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102