গত ২৫ মে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা এবং ঢাকা মহানগরের অংশবিশেষ নিয়ে গঠিত ডিএনডি প্রকল্পে প্রতি বছর সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। এর ফলে এলাকাবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, গত বছরের ১ অক্টোবর একই দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের আশঙ্কা, এবছর বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।
তিনি বলেন, “ডিএনডি এলাকার জনগণ বছরের পর বছর ধরে জলাবদ্ধতার যন্ত্রণা ভোগ করছে। এটা কোনো একদিনের সমস্যা নয়। সরকার যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে এ দুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী হবে।”
সাবেক এই সংসদ সদস্য তার বর্তমান আবেদনপত্রের সঙ্গে পূর্বের আবেদনপত্রটি সংযুক্ত করে বিষয়টির গুরুত্ব পুনরায় তুলে ধরেন। একই সঙ্গে আবেদনপত্রের অনুলিপি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার দপ্তরেও প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।