শোকবার্তায় মাহমুদ হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ যখন অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছিল, তখনই ষড়যন্ত্রকারীরা তাঁকে নির্মমভাবে হত্যা করে। তাঁর শাহাদাৎ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম আমাদের প্রেরণার উৎস। তাঁর প্রদর্শিত পথে चलकर একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।”
মাহমুদ হোসেন তাঁর শোকবার্তায় শহীদ জিয়ার রেখে যাওয়া আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী শুধুমাত্র শোকের দিন নয়, বরং তাঁর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের শপথ নেওয়ার দিন।