চাষাড়া রেলস্টেশনে সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে দুই ছিনতাইকারী আটক হয়েছে। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী এবং ভিকটিমের সঙ্গে কথা বলে জানা যায়, স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ অবস্থায় মোসাঃ লাভলী নামের এক নারী যাত্রীর ব্যাগ থেকে চার আনা ওজনের একটি ব্রেসলেট, দুই ভরি রুপার একটি নুপুর এবং নগদ দুই হাজার টাকা চুরি করে পালানোর চেষ্টা করে একদল ছিনতাইকারী।
ঘটনার সময় স্টেশনে উপস্থিত রাব্বি নামের একজন প্রত্যক্ষদর্শী বিষয়টি প্রথমে লক্ষ করেন এবং সঙ্গে সঙ্গে লাভলীকে জিজ্ঞাসা করেন, তার ব্যাগ থেকে কিছু হারিয়েছে কি না। লাভলী ব্যাগ পরীক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হন এবং রাব্বির দেখানো মতে ছিনতাইকারীদের দুজনকে ধরে ফেলেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়।
পরবর্তীতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে স্টেশন কর্তৃপক্ষের সহায়তায় ধৃতদের পুলিশের হেফাজতে দেওয়া হয়। আটক হওয়া দুই ছিনতাইকারীর নাম সানি ও বাঁধন। তবে তাদের সঙ্গে থাকা অন্যান্য সদস্যরা ছিনতাই করা মালামাল নিয়ে পালিয়ে যায়।
পরে ধৃতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কমলাপুর রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসআই মিজান ও তার টিম।
পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পালিয়ে যাওয়া অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।