শনিবার, ১৪ জুন ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে যারা তৈরি করেছিলো তারা আজ পলিয়েছে-মাওলানা মঈনুদ্দিন আহমাদ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ ফতুল্লার মাসদাইরের শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডল গ্রেফতার শম্ভুপুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন নাসিক ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ না’গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এনসিপির উদ্বেগ, কঠোর পদক্ষেপের দাবি কেন্দ্র থেকে নতুন সদস্যদের জন্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

না’গঞ্জে হয়রানিমুক্ত ভূমি সেবার প্রত্যয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার বর্ণাঢ্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৯ 🪪

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’। আজ (রোববার) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক জমকালো ও উৎসবমুখর পরিবেশে এ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহিদ হাসান সিদ্দিকী। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর প্রধান অতিথি শান্তির প্রতীক কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ভূমি অফিসের আধুনিকায়িত সেবাসমূহ ও ডিজিটাল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এবং পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে মেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ গাছের চারা রোপণ করেন।

মেলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে একটি গণশুনানির আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরাসরি ভূমি সংক্রান্ত বিষয়ে সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ ও মতামত শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যার সমাধান দেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। গণশুনানিতে অংশগ্রহণকারী সেবাপ্রার্থীদের প্রত্যেককে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। এছাড়াও, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়ে দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করতে আমরা জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এসেছে, যার সুফল জনগণ এখন পাচ্ছেন।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “ডিজিটাল ভূমি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। আমি সকল সেবাপ্রার্থীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো দালালের সহায়তা না নিয়ে নিজেরাই সরাসরি ভূমি অফিসে এসে নির্ধারিত প্রক্রিয়ায় সেবা গ্রহণ করুন। এতে আপনাদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে।”

আয়োজকরা জানান, এই তিন দিনব্যাপী মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন- ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ম্যাপ সরবরাহসহ অন্যান্য বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান করা হবে। এ ধরনের আয়োজন ভূমি সেবায় জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করবে বলে অনুষ্ঠানে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন। মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102