বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ধানের শীষের প্রচারণায় আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জ কদমতলীতে ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার গণসংযোগ ফতুল্লার গাবতলীতে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের পক্ষে গণসংযোগ না’গঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ: মাসুদুজ্জামানের নেতৃত্বে জনসমর্থন জোরদার ছাত্রনেতা সাইদুর রহমান আক্রান্ত: প্রশাসনের ব্যর্থতায় ছাত্র ফেডারেশনের উদ্বেগ ও ক্ষোভ নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র নিয়েছেন কবি নিরব রায়হান নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক পদে মোঃ রায়হান কবিরের দায়িত্ব গ্রহণ  আগুনের রাজনীতি মেনে নেওয়া হবে না: আবু জাফর আহমেদ বাবুল সব হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশেই হয়েছে: অ্যাড. সাখাওয়াত হোসেন খান সাবেক ছাত্রনেতা খায়রুল কবির মুন্না ডেঙ্গু আক্রান্ত: পরিবারের দোয়া কামনা

না’গঞ্জে ‘সাংবিধানিক ও আইনি অধিকার’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩০৩ 🪪

নাগরিকদের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উদ্যোগে আজ (শুক্রবার) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “Awareness Building on Constitutional and Legal Rights” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দেশের সংবিধান ও বিদ্যমান আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মিজ মোছা: জান্নাতুল ফেরদৌস ও জনাব মো: মনিরুজ্জামান, নারায়ণগঞ্জের সিনিয়র জেলা জজ জনাব মো: আবু শামীম আজাদ, পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার এবং “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প”-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জি.এম. আতিকুর রহমান জামালী। তাঁদের জ্ঞানগর্ভ আলোচনায় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, সাধারণ আইনগত প্রতিকার এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে আইন বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কর্মশালার একটি তাৎপর্যপূর্ণ অংশ ছিল উন্মুক্ত আলোচনা পর্ব। এই পর্বে উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ মতামত ও আইনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। রিসোর্স পার্সনগণ এসব প্রশ্নের উত্তর দেন এবং গঠনমূলক মতামত গ্রহণ করেন, যা ভবিষ্যতে আইনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আয়োজকগণ মনে করেন, এই কর্মশালাটি নাগরিকদের তাদের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে অধিকতর সচেতন করে তুলবে এবং দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে, যা সর্বস্তরের মানুষের মধ্যে আইনি জ্ঞান প্রসারে অবদান রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102