অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দেশের সংবিধান ও বিদ্যমান আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মিজ মোছা: জান্নাতুল ফেরদৌস ও জনাব মো: মনিরুজ্জামান, নারায়ণগঞ্জের সিনিয়র জেলা জজ জনাব মো: আবু শামীম আজাদ, পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার এবং “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প”-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জি.এম. আতিকুর রহমান জামালী। তাঁদের জ্ঞানগর্ভ আলোচনায় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, সাধারণ আইনগত প্রতিকার এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে আইন বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মশালার একটি তাৎপর্যপূর্ণ অংশ ছিল উন্মুক্ত আলোচনা পর্ব। এই পর্বে উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ মতামত ও আইনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। রিসোর্স পার্সনগণ এসব প্রশ্নের উত্তর দেন এবং গঠনমূলক মতামত গ্রহণ করেন, যা ভবিষ্যতে আইনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আয়োজকগণ মনে করেন, এই কর্মশালাটি নাগরিকদের তাদের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে অধিকতর সচেতন করে তুলবে এবং দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে, যা সর্বস্তরের মানুষের মধ্যে আইনি জ্ঞান প্রসারে অবদান রাখবে।