উক্ত দাওয়াতী গণসংযোগে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। এসময় তিনি বলেন মানুষরে বানানো কোন আইন দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে কাজ করতে হবে। আর সেই কাজটিই বাংলাদেশ জামায়াতে ইসলামী করে যাচ্ছে। তিনি আরো বলেন জীবন চলার পথে সর্ব ক্ষেত্রে আল্লাহর আইন মানতে হবে। মসজিদে গেলে আল্লাহর লোক, আর বাহিরে অমুক ভাইয়ের লোক। এমন চরিত্র থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
বন্দরে সর্বস্তরের মাঝে গণসংযোগ কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী শূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, বন্দর উত্তর থানা আমীর মাওলানা মুফতি আতিকুর রহমান, থানা নায়েবে আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি জহুরুল ইসলাম প্রমূখ।