‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আজকের এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল হাসপাতালটিকে একটি আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও মডেল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ এবং চত্বর ঘুরে দেখেন এবং পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিস্থিতি মূল্যায়ন করেন। এ সময় তিনি একটি পরিত্যক্ত ভবন দ্রুত অপসারণের নির্দেশ দেন এবং ওয়ার্ডগুলো নিয়মিত পরিষ্কার রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।
তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন। পাশাপাশি, হাসপাতালকে আধুনিক ও সুসংগঠিত রূপে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করা হচ্ছে। এই উদ্যোগের আওতায় ভিক্টোরিয়া হাসপাতালের পরিচ্ছন্নতা, সেবার মান ও পরিবেশ উন্নয়নের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি স্বাস্থ্যসম্মত ও মানবিক শহরে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।