মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন। একই সাথে তিনি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রমহারা ২ লাখ মা-বোনকে।
আজ এক শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।
তিনি আরও বলেন, আজকের এই বিজয় দিবস কেবল আনন্দের নয়, বরং শপথ নেয়ার দিন। বর্তমানে দেশ ও গণতন্ত্র এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক—দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।
দুলাল হোসেন তাঁর বার্তায় স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও দলের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “শহীদের রক্তে কেনা এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তি সর্বদা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে। আসুন, ভেদাভেদ ভুলে আমরা সকলে মিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।”
পরিশেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।