বাঙালি জাতির অহংকার ও গৌরবের দিন ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট খন্দকার মো. আকতার হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় এডভোকেট খন্দকার মো. আকতার হোসেন বলেন, “দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড ও লাল-সবুজের পতাকা পেয়েছি। বিজয় দিবসের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার আহ্বানে সাড়া দিয়ে দিশেহারা জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।”
তিনি আরও বলেন, “আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার। বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই সংগ্রামে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। আসুন, সকল ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও দশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
পরিশেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফতুল্লাবাসীসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।