বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার জামপুর ইউনিয়নের তালতলায় বাস স্ট্যান্ডে এ র্যালি করা হয়। পরে এ র্যালিটি এশিয়ান হাইওয়ের বস্তলে গিয়ে শেষ হয়।
এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া। এতে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মানে আমাদের আনন্দের দিন। শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে। গত ফ্যাসিস্ট আমলে আমরা দেশে শান্তিতে ছিলাম না। বাকশালের অত্যাচারে আমরা অনেক জেল-জুলুম খেটেছি। আমরা চাই সামনে একটি সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচেনের মাধ্যমে দেশে একটি গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা হবে। এতে তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর সরকার পাবো।
এসময় আরও উপস্থিত ছিলেন- জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসা, উপজেলা যুবদলের সদস্য ও সনমান্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খন্দকার রেজাউল, সাদিপুর ইউনিয়নের যুবদলের সদস্য সচিব পরশ, উপজেলা যুবদল নেতা ওয়াসিম, বারদী ইউনিয়ন যুবদল নেতা আল আমিন, উপজেলা যুবদল নেতা কাউসার, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আল আমিন, বারদী ইউনিয়ন যুবদল নেতা শাহ জালাল, বারদী ইউনিয়ন যুবদল নেতা জুয়েল, যুবদল নেতা নাহিদ ভূঁইয়া, জামপুর যুবদল নেতা নাঈম, যুবদল নেতা শহীদ, যুবদল নেতা মোহন প্রমুখ।