বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ বিষয়ক ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নগরীতে লিফলেট বিতরণ করেছে। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় সভাপতি শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক জি এম সাদরিলের নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নগরীর চাষাঢ়া থেকে শুরু হয়ে মিশনপাড়া, আমলাপাড়া, কালীরবাজার, স্বর্ণপট্টি, ফলপট্টি হয়ে কেন্দ্রীয় খেয়া ঘাটে এসে লিফলেট বিতরণ শেষ হয়। কর্মসূচির শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সভারও আয়োজন করা হয়।

লিফলেট বিতরণকালে নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয় বলেন, “কেন্দ্রীয় নির্দেশে আমরা আজও শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছি। আমাদের বিশ্বাস, এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সার্বিক চিত্র পাল্টে যাবে। আপনারা জানেন, গত সতের বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদীরা দেশকে লুটতরাজ করে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রবিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব, সহ-সভাপতি শাহাদাত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম শেখ, সদর থানার সভাপতি মুক্তাদিউর রহমান ইকরাম, সাধারণ সম্পাদক শিকদার পাভেল, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, দপ্তর সম্পাদক শিপলু।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. পলাশ, মো. আরমান, মো. দিদার হোসেন, মো. সোহাগ, মো. তমাল, সিদ্ধিরগঞ্জ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২ নং ওয়ার্ডের মো. সিয়াম, ৫ নং ওয়ার্ডের মো. শহীদ, মো. মোশাররফ, ৯ নং ওয়ার্ডের সভাপতি মো. শাহজাদাসহ প্রমুখ নেতৃবৃন্দ।