নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “তারেক রহমানের ৩১ দফায় রাষ্ট্র পুনর্গঠনের সমস্ত কর্মসূচি রয়েছে। তিনি যা আগে ভেবেছেন, অন্যরা পরে তা দাবি করে।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকায় ফতুল্লা থানা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এ বক্তব্য দেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ” শীর্ষক এ সভায় গিয়াসউদ্দিন বলেন, “বিএনপি দেশের উন্নতি ও মানুষের কল্যাণ চিন্তা করে। দলের জনপ্রিয়তা এখন সর্বোচ্চ পর্যায়ে।
তিনি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলেন, ক্যাবিনেটের কেউ কেউ ক্ষমতা ধরে রাখতে আপনাকে ব্যবহার করতে চাইতে পারে। তবে আমরা বিশ্বাস করি, আপনি তাদের প্ররোচনায় পা দেবেন না। নির্বাচনের রোডম্যাপ দিলে আমরা তাতে অংশ নেব।
গিয়াসউদ্দিন আরও বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে আমরা তাদের হিংস্রতা দেখেছি। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে, অথচ তিনিই ড. ইউনুসকে সম্মান দিয়েছিলেন। আজ ইউনুস রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, কিন্তু যারা তাকে প্রস্তাব দিয়েছে, তারা সংখ্যায় কম। জনগণই তাকে সম্মান দিয়েছে। শেখ হাসিনা ও তার দলই এতে অসন্তুষ্ট।”
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার হোসেন, কৃষকদলের সাবেক নেতা কায়সার রিফাত প্রমুখ।