নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান আজ সকাল সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
মরহুম মজিবুর রহমান স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে গিয়াস উদ্দিন বলেন, “মজিবুর রহমানের প্রয়াণে আমরা একজন নিষ্ঠাবান নেতাকে হারালাম। তাঁর অবদান বিএনপির কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাত লাভের জন্য দোয়া করেন।