দ্বিতীয় জামাতে ইমামতি করেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মানুষের সুস্থতা, ও কল্ল্যান কামনায় দোয়া করা হয়।
এছাড়াও জেলার প্রায় ২৫টি ঈদগাহ ময়দান ও প্রায় চার হাজার মসজিদে প্রায় আট হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ঈদুল ফিতরের মূল স্পিরিটকে ধারণ করে আমরা একটি বৈষম্যমুক্ত সমাজ গড়তে চাই, যেখানে কোনো হানাহানি, মারামারি ও রাগ-ক্ষোভ থাকবে না।
তিনি আরও বলেন, ইসলামের যে শান্তির সুবাতাস, সেটি আমরা সমাজে সৌরভ হিসেবে ছড়িয়ে দিতে চাই। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে, নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই।