ঈদ-উল-ফিতর উপলক্ষে কাশিপুর ইউনিয়ন যুবদল অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে। রবিবার সকাল ১১টায় দেওভোগ বাশমুলি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফতুল্লা থানা বিএনপির সদস্য কায়েস আহম্মেদ পল্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাইভ স্টার আয়রনের স্বত্বাধিকারী আব্দুল হালিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিতু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বাতেন, ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ শেখ শাহেনশা, মো. বাপ্পি, ওমর ফারুক, বাপ্পি রহমান, শাকিল আহম্মেদ ও সুমন প্রমুখ।
এ সময় ৩০০ অসহায় পরিবারের মধ্যে মোরগ, পোলাও চাল, তেল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানানো হয়।