পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর সভাপতি এইচএম শাহীন আদনান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ উল ফিতর আমাদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা নিয়ে আসে। এদিন সকল বিভেদ ভুলে একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও ভালোবাসা বিনিময় করার দিন। ইসলামী ছাত্র আন্দোলন সব সময় সমাজে ন্যায়, ইনসাফ ও মানবতার জন্য কাজ করে যাচ্ছে। আসুন, ঈদের এই আনন্দকে সকলের মাঝে ভাগ করে নেই এবং সমাজে শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দিই।”
তিনি আরও বলেন, পবিত্র রমজান আমাদের তাকওয়া ও সংযমের শিক্ষা দিয়েছে। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে ন্যায় ও আদর্শের পথে চলতে হবে।
এইচএম শাহীন আদনান নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।