পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ মুহাম্মদ ছগীর হোসেন নারায়ণগঞ্জবাসী ও সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর সাম্য, ভ্রাতৃত্ব ও সুখী সমাজ বিনির্মাণের প্রতীক। এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার হোক—অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা।”
তিনি আরও যোগ করেন, “মাহে রমজানের পবিত্রতা ও শিক্ষাকে ধারণ করে আমরা একটি ন্যায়ভিত্তিক ও নৈতিক সমাজ গড়ে তুলতে কাজ করব।”
ছগীর হোসেন সকলের সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।