শনিবার (২৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী ও জালিম সরকার দেখতে চান না।আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঈদের পরে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। উপস্থিত দলের সকল নেতাকর্মী ও জনগন কে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি ৩৬ জুলাইয়ের সকল শহিদদের আত্নার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান। তিনি বলেন, “আমরা চাঁদাবাজ, দখলবাজ ও টেন্ডারবাজমুক্ত সমাজ গড়তে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার। সমাজের সামর্থ্যবানদের উচিত গরিবদের পাশে দাঁড়ানো।”
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সনমান্দী ইউনিয়নের জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা আব্দুল মুমিন।সার্বিক তত্বাবধানে ছিলেন সনমান্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি এডভোকেট সাইফুল রহমান।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে স্থানীয় অসচ্ছল মানুষদের মধ্যে আনন্দের ঝলক দেখা যায়। অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা খুব খুশি। আমাদের অনেকেরই সামর্থ্য নেই ভালোভাবে ঈদ উদযাপনের। এই সহায়তা আমাদের ঈদ আনন্দময় করে তুলেছে।”