ঈদুল ফিতরের শুভক্ষণে নারায়ণগঞ্জবাসী ও সমগ্র দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ভূইয়া কাজল। তিনি তার ঈদ বার্তায় বলেন, প্রতি বছর ঈদুল ফিতর আসে সুখ, সমৃদ্ধি ও ভালোবাসার বার্তা নিয়ে। এই পবিত্র দিনে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যমে জীবন হয়ে উঠুক আরও উজ্জ্বল।
তিনি আরও যোগ করেন, আল্লাহ তায়ালা যেন নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। প্রতিটি ঘর যেন ঈদের আনন্দে ভরে উঠে, নতুন আশার আলোয় উদ্ভাসিত হয় সবার জীবন।
ভূইয়া কাজল তার শুভেচ্ছাবাণীতে ঈদের তাৎপর্য উল্লেখ করে বলেন, ঈদ মানেই নতুন সকাল, নতুন সম্ভাবনা। এই দিনে সব বিভেদ ভুলে গিয়ে মানবিক বন্ধনকে আরও দৃঢ় করার আহ্বান জানাই। শেষে তিনি সবাইকে ঈদ মোবারক জানিয়ে সুখী ও সমৃদ্ধিশালী জীবনের কামনা করেন।