নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মেম্বার মাহমুদ হোসেন নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেন, “এক মাস সিয়াম সাধনার পর খুশি ও আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণির মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। এটি হিংসা-বিদ্বেষ, অহংকার ও পাপাচার মুছে দিয়ে নতুনভাবে সুখী জীবনযাপনের অনুপ্রেরণা দেয়।”
তিনি আশা প্রকাশ করেন, ঈদুল ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে মানুষকে উদ্বুদ্ধ করবে। ঈদের আনন্দে সবার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক—এই কামনা করে তিনি নারায়ণগঞ্জসহ দেশ-প্রবাসের সকলকে ঈদ মোবারক জানান।
এছাড়া, তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন।