রবিবার, ১৫ জুন ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজার জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ। সন্ত্রাসী যেই দলেরই হউক তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে নাহলে পরিস্থিতি ভয়াবহ হবে- মাওলানা আবদুুল জব্বার বিএনপির প্রার্থী হওয়া নির্ভর করছে মানুষের চাওয়ার উপর: মাসুদুজ্জামান মাসুদ বিল্লাল হোসেন চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে যারা তৈরি করেছিলো তারা আজ পলিয়েছে-মাওলানা মঈনুদ্দিন আহমাদ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ ফতুল্লার মাসদাইরের শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডল গ্রেফতার শম্ভুপুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন নাসিক ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব

আব্দুল মোতালিব ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৯০ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ  উপজেলার মামুদ্দি গ্রামের শতাধিক অসচ্ছল মানুষের মাঝে আব্দুল মোতালিব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মালেশিয়া প্রবাসী সোহানুর রহমান সবুজের সার্বিক তত্বাবধানে  ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন আব্দুল মোতালিব  ফাউন্ডেশন।
শুক্রবার (২৮ মার্চ) সকালে এই কার্যক্রমে সোনারগাঁ উপজেলা ওলায়ামা  বিভাগের প্রধান মাওলানা ফৌরদীস রহমানের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য ও নারায়ণগঞ্জ ৩ এমপি প্রার্থী প্রিন্সিপাল ড.মোঃইকবাল হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বা
উপস্থিত সোনারগাঁ উপজেলা দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন পরিষদের সহসভাপতি সাত্তার আর্মী,মামুদ্দি জামে মসজিদের সাবেক সভাপতি আশরাফুল আলম  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিবছরই পবিত্র রমজান মাসে অসচ্ছলদের সহযোগিতায় ঈদ উপহার বিতরণ করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এই বছর বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল শাড়ী লুঙ্গী ও থ্রী পিছ এর আগে চাল, ডাল, চিনি, তেল, সেমাই, গুঁড়া দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
এতে সুবিধাভোগী পরিবারগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ড মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আবদুল মোতালিব ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
‘রমজান সংযমের মাস। এ সময় যারা সামর্থ্যবান, তাদের উচিত অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ানো। আমরা চাই, এই সহযোগিতার মাধ্যমে তাদের ঈদ আনন্দময় হয়ে উঠুক।’
‘এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।’
‘ফাউন্ডেশনের এ উদ্যোগ অসংখ্য দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আমরা চাই, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের কাজে এগিয়ে আসুক।’
উপহার গ্রহণকারীদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমাদের অনেকেরই সামর্থ্য নেই ভালোভাবে ঈদ উদযাপনের। এই সহায়তা আমাদের ঈদ উদযাপন সহজ করে দিলো।”
আব্দুল মোতালিব ফাউন্ডেশন সমাজসেবা খাতে কাজ করছে। অসচ্ছলদের সহায়তা প্রদান ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংস্থাটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অবদান রেখে চলেছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহানুর রহমান সবুজ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102