স্কুলের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ব্যরিস্টার মেহেদী হাসান, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের কোষাধ্যক্ষ কৃষ্ণধন সাহা, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহাসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া, পবিত্র রমজান মাস উপলক্ষে স্কুলে আয়োজিত কোরআন শিক্ষার্থী প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রতিবছরের মতো এবারও ঈদের আনন্দ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ সকল শ্রেণির মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মিক উন্নয়নে ভূমিকা রাখা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।