তিনি বলেন, “১৯৭১ সালে আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন করলেও, পরবর্তীতে স্বৈরাচারী শাসনচক্রের দাপটে প্রকৃত স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত ছিলাম। কিন্তু ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ।”
ছগির হোসেন আরও যোগ করেন, “এবারের স্বাধীনতা দিবস শুধু কাগজে-কলমে নয়, বাস্তব জীবনে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। সবাই মিলে সত্য বলার সাহস দেখিয়ে দেশে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করব।”
তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্ববোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, সরকারি তোলারাম কলেজের উন্নতি ও দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর দরবারে দোয়া চান।
এই প্রথম কোনো ছাত্রনেতা স্বাধীনতা দিবসে “মুক্ত বাকস্বাধীনতা”কে প্রাধান্য দিয়ে শুভেচ্ছা জানালেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে