সোমবার বাদ আসর নারায়ণগঞ্জ মহানগর আইসিএবি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচএম শাহীন আদনান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ মাহাদী হাসান, জিটিসি শাখার সাবেক সভাপতি মুহাম্মদ তাজউদ্দিন আহমেদ, মাওলানা আনোয়ারুল ইসলাম, মো. মিরাজুল ইসলাম ও মো. ইকবাল হোসেন প্রমুখ।
ইসলামী ছাত্র আন্দোলন জিটিসি শাখার সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ্ মুহাম্মদ ছগির হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ বায়জিদ সিকদার, সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম মৃদুল এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সানিম হোসেন (সিমান্ত)।
অনুষ্ঠানে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা সংগঠনের লক্ষ্য অর্জনে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান।