নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাধানগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধাকে মারধর করে হাত ভেঙে ফেলা’র অভিযোগ উঠেছে।
আহত বৃদ্ধার মেয়ে আকলিমা বেগম (৪১) ফতুল্লার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে জানান, বিবাদী আয়াত উল্লাহ (৫০), আছান উল্লাহ (৬৫), আনোয়ার আলী (৫২), ওমর আলী (৫০), মাহাবুব (২৫), বাছেদ (২৩), নাঈম (২৪) ও আবু সাঈদ (২১) সহ ৮ জন তার মা কমলা বেগমকে অকারণে মারধর করে এবং তার গয়না ছিনিয়ে নেয়।
ঘটনার বিবরণে আকলিমা বেগম জানান, ২০ মার্চ বিকাল ৪টার দিকে উক্ত আসামীরা তার মায়ের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করে। এরপর তাকে মাটিতে ফেলে পিটিয়ে তার ডান হাত ভেঙে দেয়। এ সময় তার মায়ের চিৎকার শুনে মানসিক ভারসাম্যহীন ছোট ভাই নুরুজ্জামান (২৭) ও বড় ভাইয়ের স্ত্রী শিল্পি (৩০) এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এ সময় আসামীরা তার মায়ের কানের দুটি স্বর্ণের দুল (মূল্য প্রায় ৬০ হাজার টাকা) ও গলার একটি স্বর্ণের চেন (মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা) জোরপূর্বক ছিনিয়ে নেয়।
আকলিমা আরও অভিযোগ করেন, আসামীরা তার মাকে হুমকি দিয়ে বলে, বিষয়টি থানা বা আদালতে জানালে পরিবারের সদস্যদের জীবননাশ করা হবে। পরে আহত অবস্থায় মাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করে জানান, অভিযোগটি রেকর্ড করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত চলছে।
স্থানীয়রা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।