অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী বলেন, “আমাদের মাঝে কোনো বিভেদ নেই। এবার ১৪০ জন মুক্তিযোদ্ধাকে সহায়তা দেওয়া হয়েছে। আমরা আশা করি, আগামীতে এই সংখ্যা ২৪০-এ উন্নীত হবে। জেলা প্রশাসক আমাদের সমস্যা সমাধানে আন্তরিক।”
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে বলেন, “মুক্তিযোদ্ধাদের চেতনা আমাদের প্রেরণা। আপনাদের ত্যাগের কথা আমরা কখনো ভুলব না। দেশ গড়ার কাজে আমরা আপনারাই অনুপ্রেরণা।”
জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আপনাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আপনারা দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন, আমরা সেই দেশ গড়ার চেষ্টা করছি। আপনাদের সঙ্গে সময় কাটানো আমার সৌভাগ্য। আমরা চাই, আপনারা দীর্ঘজীবী হোন।”
এবারের আর্থিক সহায়তা পেয়ে মুক্তিযোদ্ধারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মুক্তিযোদ্ধাকে এ সহায়তার আওতায় আনার আহ্বান জানান।