সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সহযোদ্ধাদের প্রতিহত করলে কঠিন প্রতিরোধ গড়া হবে : আব্দুল্লাহ আল আমিন না’গঞ্জে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা করোনা-ডেঙ্গু উদ্বেগ: এইচএসসি পরীক্ষায় মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা মাসুদ রানা বাবুর শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াত কার্যকরী ভূমিকা পালন করবে- মাওলানা আবদুল জব্বার ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন সোনারগাঁ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে বিয়ে ও প্রতারণা, রূপগঞ্জে ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার না’গঞ্জে অবৈধ ব্যানার- ফেস্টুন অপসারণে জেলা প্রশাসনের বিশেষ অভিযান আড়াইহাজার জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ। সন্ত্রাসী যেই দলেরই হউক তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে নাহলে পরিস্থিতি ভয়াবহ হবে- মাওলানা আবদুুল জব্বার

তিন হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০৯ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে  তিন হাজার নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  ঈদ উপহার সামগ্রী  বিতরন করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুল মোনায়েম মুন্না

 শুক্রবার (২১ই মার্চ) বেলা ১২ টায় নগরীর মাসদাইর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করা হয়ে।

 

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, দুধ, চিনি, সেমাই সহ বিভিন্ন  সামগ্রী।

এ সময়  নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান রনি’র সঞ্চালনায়  আরও উপস্হিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড, সাখাওয়াত হোসেন খান, মহানগর  যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ সহ প্রমূখ।

প্রধান অতিথি’র বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহর হুকুমে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তারেক রহমান রাস্ট্রের দায়িত্ব নিলে, আজকে দেশের যে পরিস্থিতি সেটা থাকবেনা। তখন বিশৃঙ্খলাকারী,অন্যায়কারী,পার পাবেনা। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন চাচ্ছি। কারণ নির্বাচিত দল জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। তাদেরকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়।

তিনি আরও বলেন  আওয়ামী লীগ গত তিনবার ভোটবিহীন নির্বাচন করেছে রাতের ভোট করেছে ডামি ভোট করেছে। তারা দেশে গুন্ডাতন্ত্র চালু করেছিল। এই নারায়ণগঞ্জে শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজামরা যে গুন্ডামি করেছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে সেটা পারবেনা। ফ্যাসিস্টদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বিএনপিতে ফ্যাসিস্টদের পুর্নবাসন যারা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। পড়ে প্রধান অতিথি অসহায় ও সুবিধাবন্চিত মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102