বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে পাঁচশত অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, তৈল, ভাতের চাল, পোলার চাল, পাউডার দুধ, ডাল, লবণ ইত্যাদি ছিল।
ঈদ সামগ্রী বিতরণের আগে বক্তব্যে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। বিএনপি একটি জনমুখী দল, আর বিএনপির রাজনীতি হল এদেশের মানুষের কল্যাণের জন্য। আমার মতো দেশের প্রতিটি দলীয় নেতাকর্মী যদি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ান, তাহলে দেশে মুক্ত বাতাসে আনন্দঘন পরিবেশে একটি ঈদ উদযাপিত হবে।”
এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ অসহায় ও দুস্থদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।