নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতার কান্তা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, অলিফা আকতারের মৃত্যুতে তার পরিবারের সদস্যরা যে দুঃখ পেয়েছেন, আল্লাহ যেন তাদের তা সহ্য করার তওফিক দান করেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকালে ইফতারের আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অলিফা আকতার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে বিএনপি নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।