নারায়ণগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞ্জা এর নির্দেশনায় গত মার্চ মাসের আইনশৃঙ্খলা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাসদাইর এলাকায় রুকিয়া স্কুলের বিপরীত গলিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানের সময় দেশীয় অস্ত্রধারী একদল অপরাধী গ্রেপ্তার হওয়া ৪ জন আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর জেলা প্রশাসকের নির্দেশে সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেনের নেতৃত্বে বিজিবি ও জেলা পুলিশের সহায়তায় পুনরায় অভিযান চালানো হয়। এ অভিযানে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৭০ গ্রাম ইয়াবা (১৭০০ পিস), ৫ বোতল বিদেশি মদ, ১৪ বোতল ফেনসিডিল, গ্রাম হেরোইন, চাপাতি, ছুরি, সুইস গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
যদিও অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ জেলা মাদকমুক্ত হবে।