শনিবার (১৫ই মার্চ) বাদ আছর নগরীর ২৬/২ এস.এস রোড (বন্দর খেয়া ঘাট সংলগ্ন) বাংলাদেশ মুক্তিয়োদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
এ ছাড়াও অরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল হুদা, সদর উপজেলার সাবেক সভাপতি শাহজাহান ভূইয়া জুলহাস,বীর মুক্তিযোদ্ধা নুরে আলম, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোল্লা সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দগণ।
অনুষ্ঠানে নিহত দেশের সকল মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত, দেশ ও জাতীর কল্ল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়।