শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসনের অভিযান সিদ্দিকুর রহমান উজ্জ্বলের মায়ের মৃত্যুতে না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের শোক নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ নদী ভাঙ্গনের কবলে শান্তিনগর কবরস্থান নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত বন্দরে এমপি পুত্র আশার উদ্যোগে ৩১ দফা প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ফতুল্লায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা: বাবা-মা গ্রেফতার তাতীঁদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলের মাতৃবিয়োগে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক সোনারগাঁয়ে রতন হত্যা: ক্লুলেস মামলার আরও এক আসামি র‍্যাবের হাতে আটক জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি ঘোষনা

সিদ্ধিরগঞ্জে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০৫ 🪪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা‌র পাইনাদি স্কুল রোড তালতলা ক্লাব এলাকায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত গাজী ইসমাঈল হোসেনের সহদর বিএনপি নেতা গাজী আতাউর রহমান বাবুলের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ মার্চ) গাজী আতাউর রহমান বাবুল‌ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে , সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি (পাগলা বাড়ী) এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ মুজাহিদ (২০), জসিম উদ্দিনের ছেলে শাকিব (২২), জাহিদ কসাইয়ের ছেলে হিরা (২৫) ও একই এলাকার আল আমিন (২২) ও পাইনাদি স্কুল রোড তালতলা ক্লাব এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আবদুর রশিদ (৪৬)সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন আওয়ামী লীগের দুষ্কৃতিকারী গাজী আতাউর রহমান বাবুলের মালিকানা সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজির জিএস লিংক নামীয় ইন্টারনেটের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
দীর্ঘদিন ধরে এ ব্যবসায় বাঁধা দিয়ে আসছে।
আওয়ামী লীগের সময়কালে রাজনৈতিক প্রভাবে তারা বিভিন্ন অপকর্ম সহ আমাদের ব্যবসায় বন্ধ করার পায়তারা করেছিল। আমাকে ও আমার পরিবারের সদস্যদের হুমকি ধামকি ও ভয় ভীত প্রদর্শন করে।
এরই ধারবাহিকতায় গত ৫ আগষ্ট সরকার পতনের পর হতে তারা প্ররোচনা করে। ১৫ মার্চ দুপুর সাড়ে বারোটায় তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী তালতলা ক্লাব সংলগ্ন রেখা ফার্মেসীতে ১৫ জন বৈহিরাগত সন্ত্রাসিদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সন্ত্র নিয়ে আমার বাসায় অনাধিকার প্রবেশ করে বাসার একাধিক স্থাপনা ভাংচুর করে।
এসময় আমার দুই ছেলে গাজী সোহান (২৮), গাজী তরিকুল ইসলাম সাজিদ (২২), তাদের বাঁধা দিলে তাদের উপর আক্রমন করে। এসময় বিবাদীরা আমার ছেলেদের এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।
আমার রুমে প্রবেশ করে রুমের সকল আসবাবপত্র তছনছ করে ফেলে এবং আমার আলমীরাতে রাখা ৮ ভড়ি ওজনের স্বর্নালংকার ও ব্যবসার জন্য গচ্ছিত ২ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এস‌ আই) মোহাম্মদ জাকিরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন আলম জানান, একটি বাড়িতে হামলা ভাংচুর বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102