শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স এন্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ‘পৃথিবীতে কেউ কাউকে মূল্য বৃদ্ধি করে দিতে পারে না। নিজের মূল্য নিজেকেই বৃদ্ধি করতে হয়। তাই আমাদের নিজেদের মূল্য নিজেরাই বৃদ্ধির চেষ্টা করতে হবে, যাতে আল্লাহর কাছে আমরা মূল্যায়িত হই।’
অনুষ্ঠানে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাজী ফারহানা আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ও অতিথিরা।