বুধবার ( ১২ই মার্চ ) বাদ আসর ১১ রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাবের নতুন ভবনে চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়ার পুর্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ শিল্পের শহর। শিল্পের উন্নয়ন হয়েছে, আমি অনুরোধ করবো পরিবেশ উন্নয়নে যেনো আমরা কাজ করি। সকলের পরিকল্পনা অনুযায়ী যেনো মডেল নারায়ণগঞ্জ গড়তে পারি সেই কামনা করছি।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বলেন, মাত্র ২১ দিন হয়েছে দায়িত্ব পেয়েছি। এই ২১ দিনের শ্রমের মাধ্যমেই সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমানে যুগে টিকে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। বিদুৎ, গ্যাস বিল বাড়িয়ে দিয়েছে। আমরা চাই সরকার আমাদের ব্যবসায়ীদের দিকে নজর দেয়। যানজট মুক্ত নারায়ণগঞ্জ গড়তে সকলের ঐক্যবদ্ধ চেষ্ঠা প্রয়োজন।
মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার আপনারা নারায়ণগঞ্জবাসীর কল্যানে এগিয়ে যান। নারায়ণগঞ্জের মানুষ আপনাদের পাশে আছে। জেলা প্রশাসককে বলতে চাই, দ্বিতীয় শ্রেনীর জেলা হিসাবে ট্রিট হচ্ছে। এটা আমরা মানতে পারছি না, আপনার মাধ্যমে চাই জেলাকে প্রথম শ্রেণীর জেলা হোক। এটা আপনি থাকতেই হোক।
নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোঃ মাসুদুজ্জামান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আলমগীর হুসাইন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহবায়ক এ্যাড, সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খান টিপু, বিশিষ্ট ব্যবসায়ী কাশেম জামাল, মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, হানিফ মিয়া, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু, মোঃ মজিবুর রহমান, সহ প্রমূখ ।