দূর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, মোটরবাইক চালক তার নির্ধারিত সড়ক দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে উল্টো পথে সিটির পরিবহন এসে সামনে পড়ে। তাতে কেউ কারো নিয়ন্ত্রণ ঠিক রাখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সড়ক দূর্ঘটনায় মটর আরহী ব্যক্তি গুরুতর রক্তাক্ত জখম হয় সেই সাথে তার মোটরসাইকেল ভেঙে চৌচির হয়ে যায়। সিটি কর্পোরেশন এর গাড়ি চালককে আমরা কেউ খুজে পাইনি। আর আহত ব্যক্তিকে আমরা খানপুর হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার পরিবার খবর পেয়ে এসে তাকে ঢাকা হাসপাতালে নিয়ে যায়।
আহত সজীবের পরিবারের পক্ষ থেকে জানা যায় বর্তমানে সজীবের অরস্হা তেমন ভালো নেই। সজীব আহত অবস্থায় হাসপাতালে পড়ে থাকায় তার নববিবাহিত স্ত্রী উর্মী ৯ মাস এর অন্তঃসত্ত্বা কান্নায় ভেঙে পড়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হতে অনেক টাকার প্রয়োজন। এতো টাকা সে ও তার পরিবার কি ভাবে ব্যয় করবে সে চিন্তায় অস্থির। ন্যায় বিচারের প্রত্যাশায় সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ন্যায় বিচারের দাবি জানান।