মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসির অনুরোধে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-না’গঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন সার্ভিস বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে জামায়োতের ইফতার বাংলাদেশের শতকরা ৭০ থেকে ৮০ ভাগ মানুষ বিএনপির ওপর আস্থাশীল : রাজীব আমরা সেই ফ্যাসিস্ট সরকার আর চাই না: মুফতি মনির হোসেন কাসেমী যানজট নিরসনে না’গঞ্জ জেলা প্রশাসনের অব্যাহত অভিযান ঈদের ১০ দিন পূর্বে সকল শ্রমিকের বেতন বোনাস পরিশোধ করতে হবে- গোলক সিদ্ধিরগঞ্জে গৃহিণীকে গণধর্ষণ, ২ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার বিএনপি নেতার শেল্টারে আওয়ামীলীগার জহির মোল্লা বেপরোয়া কিছু এমপি মন্ত্রী পালিয়ে গেলেওতাদের সমস্ত দোসররা ঘাপটি মেরে আছে : মাওলানা মঈনুদ্দিন আহমদ

নাসিক এর পানিবাহী লড়ির আঘাতে  হোন্ডা আরোহী সজীব গুরুতর আহত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩ 🪪
ঢাকা যাত্রাবাড়ী কাজলা এলাকা থেকে  ৯ ই মার্চ  রবিবার আনুমানিক ৩ টায় নারায়ণগঞ্জে জরুরি কাজে আসেন খোকন এর পুত্র বিল্লাল হোসেন সজীব (২৬)।সজীব শনির আখড়া ধনীয়া কলেজ সংলগ্ন বিসমিল্লাহ ব্যাটারী এন্ড টায়ারের  একজন টেকনিশিয়ান।কাজ  শেষ করে ৫ টায় নারায়ণগঞ্জ থেকে নিজস্ব মোটরসাইকেলে শনির আখড়া তার কর্মস্থলে ফেরার পথে নারায়ণগঞ্জ টু ঢাকা বিশ্ব রোড সড়কের চানমাড়ি মাইক্রো স্ট্যান্ড(আর্মি মার্কেট) এর প্রধান সড়কে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর উল্টো পথে আসা পানি  বাহী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী সজীব গুরুতর রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত জখম অবস্থায় স্হানীয় এলাকার লোকজন  সজীবকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে গিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষ করে তাকে   ঢাকা মেডিকেলে পাঠান সেখানে  গেলে চিকিৎসক সজীবের অবস্থা গুরুতর দেখে পঙ্গু হাসপাতালে রেফার্ড করে দেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মতে সজীবের ডান পায়ের হাটুর  হাড় ভেঙ্গে দু’টুকরো হয়ে গেছে বলে জানান।  পরিবারের পক্ষ থেকে এমন তথ্য জানা যায়। সজীব এখন জীবন মিত্যুর আশঙ্কায় ভূগছে । তার পা কেটে অশ্রপাচার করতে হতে পারে  বলে জানা যায়। আহত সজীব   সারা জীবনের জন্য  পঙ্গুত্ব বরণ করতে পারে। এমনটাই  ধারণা করা হচ্ছে।
দূর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, মোটরবাইক চালক তার নির্ধারিত সড়ক দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে উল্টো পথে সিটির পরিবহন এসে সামনে  পড়ে। তাতে  কেউ কারো নিয়ন্ত্রণ ঠিক রাখতে না পারায়  মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সড়ক দূর্ঘটনায়  মটর আরহী ব্যক্তি গুরুতর রক্তাক্ত জখম হয় সেই সাথে তার মোটরসাইকেল ভেঙে চৌচির হয়ে যায়। সিটি কর্পোরেশন এর গাড়ি চালককে আমরা কেউ খুজে পাইনি। আর আহত ব্যক্তিকে আমরা খানপুর হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার পরিবার খবর পেয়ে এসে তাকে   ঢাকা হাসপাতালে নিয়ে যায়।
আহত সজীবের পরিবারের পক্ষ থেকে জানা যায় বর্তমানে সজীবের অরস্হা তেমন ভালো নেই। সজীব আহত অবস্থায় হাসপাতালে পড়ে থাকায় তার নববিবাহিত   স্ত্রী উর্মী  ৯ মাস এর অন্তঃসত্ত্বা  কান্নায় ভেঙে পড়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হতে  অনেক টাকার প্রয়োজন। এতো টাকা সে ও তার পরিবার কি ভাবে  ব্যয় করবে সে চিন্তায় অস্থির। ন্যায় বিচারের প্রত্যাশায়  সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ন্যায় বিচারের দাবি জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102