সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে শ্যামলী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ৩ ফতুল্লার কাশীপুরে মাদক ব্যাবসায়ী দুই ভাইয়ের বিরুদ্ধে হামলা ভাংচুর অগ্নীসংযোগের অভিযোগ আজ সাবেক এমপি কমান্ডার সিরাজুল  ইসলামের ১২তম মৃত্যুবার্ষিকী আড়াইহাজার উপজেলা বেসরকারি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর ইফতার মাহফিল ও প্রস্তাবিত কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য”হারুন অর রশিদের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা  প্রাণিসম্পদ অধিদপ্তর এর সুলভ মূল্যে ডিম, দুধ, গরুর মাংস বিক্রির ভ্রাম্যমাণ কার্যক্রম উদ্বোধন  আল্লাহর আইন সৎ লোকের শাসন বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না – মুহাম্মদ জামাল হোসাইন  একাধিক মামলার আসামী আ,লীগ নেতা সেলিম  গ্রেফতার আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে না’গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর বিক্ষোভ

তারেক রহমানের নির্দেশ অমান্য করে কারো বিএনপির রাজনীতি করার অধিকার নাই : সেলিম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ 🪪

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম বলেছেন, তারেক রহমানের নির্দেশ বিএনপির রাজনীতি করে যারা সন্ত্রাসী ও চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর তারেক রহমানের নির্দেশ অমান্য করে কেউ বিএনপির রাজনীতি করতে পারবে না। আমাদের সকলের প্রিয় নেতা জাকির খানেরও কঠোর হুশিয়ারী রয়েছে তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করতে হবে। কেউ যেন জাকির খানের নাম ভেঙে সন্ত্রাসী ও চাঁদাবাজি না করে।

রোববার (১৬ ফেব্রুয়ারী) বিকালে ফতুল্লার প্রতাপনগরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা এবং জাকির খানের মুক্তির দাবি সহ বক্তাবলী ইউনিয়ন প্রজন্ম দলের কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সৈরাচার হাসিনা নানা অপকর্ম করে ছাত্র-জনতা আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে। হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের দোসররা বিভিন্ন এলাকায় এখনো আত্নগোপনে রয়েছে। তাই আমার দলের নেতাকর্মীদের কঠোর ভাবে বলতে চাই আওয়ামী লীগের কেউ যেন আমাদের দলের মধ্যে ভীরতে না পারে। আত্মীয় আছে এবং বন্ধু আছে সেটা ঘরে ভিতরে থেকে পিরিতি দেখাবেন। কিন্তু রাজনীতির মাঠে আওয়ামী লীগের লোকদের সাথে পিরিতি দেখাবেন না।

সেলিম আরো বলেন, জেলা বিএনপির অধ্যাপক মামুন মাহমুদ ভাইকে আহবায়ক, দিপু ভূইয়া ভাই সিনিয়র যুগ্ম আহবায়ক এবং রাজিবকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। দক্ষ ব্যক্তিদের দিয়ে আহবায়ক কমিটি দেয়ায় তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। আমি সৈরাচার হাসিনা সরকারের আমলে মামুন মাহমুদ ভাইয়ের সাথে বহু মামলা খেয়ে জেল খেটেছি। তাই আমি ব্যক্তিগত ভাবে মামুন মাহমুদ ভাই সহ জেলা বিএনপির আহবায়ক কমিটির সকলের প্রতি অনুরোধ করবো যারা বিএনপির রাজনীতি করে হামলা মামলার শিকার হয়েছে এবং যারা দলের নিবেদিত প্রান বিভিন্ন ইউনিটে রয়েছেন তাদের যেন সঠিক ভাবে মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানে বক্তাবলী বিএনপি নেতা আব্দুল মোতালেব খানের সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন সানি, যুগ্ম আহবায়ক আমান খান, হাজী সুমন, মহানগর প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক কোরবান আলী, ফতুল্লা থানা প্রজন্ম দলের আহবায়ক ইউসুফ চৌধুরী, সদস্য সচিব আলমের দেওয়ান, ফতুল্লা মৎসজীবি দলের সভাপতি সলিম উল্লাহ হ্রদয় প্রমুখ।

এদিকে বক্তাবলী ইউনিয়ন প্রজন্ম দলের আহবায়ক কমিটি ঘোষণা করেন জেলা প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম। কমিটিতে জাহাঙ্গীর রনিকে আহবায়ক ও কাউসার আহমেদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102