বুধবার (১২ই ফেব্রুয়ারী) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ নগরীতে অবস্থিত হোসিয়ারী সমিতির কার্য্যলয়ে নির্বাচিনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান নির্বাচনি বোর্ডে’র চেয়ারম্যান মোঃ আনিসুল ইসলাম সানী।
এসময় নির্বাচনি বোর্ডের সদস্য মোঃ জাকারিয়া ওয়াহিদ, কৃষ্ণ কুমার সাহা, আপিল বোর্ডের চেয়ারম্যান জি এম হায়দার আলী, সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শওকত আলী, উপস্থিত ছিলেন।
এছাড়াও আরও উপস্হিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর নব- নির্বাচিত পরিচালক মোঃ হাজী আব্দুল হাই, মিজানুর রহমান, পারভেজ মল্লিক, হাজী মোঃ শাহিন,মোঃ আতাউর রহমান, হাজী মনির হোসেন, দুলাল মল্লিক, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মোঃ মাসুদুর রহমান, বৈদ্যনাথ পোদ্দার, মোঃ সাইফুল ইসলাম হিরু শেখ, মোঃ নাসির শেখ, আব্দুল সোবহান তালুকদার, মোঃ বিল্লাল হোসেন, মোঃ নাছুম আহমেদ।
শপথ পাঠের মাধ্যমে সভাপতি বদিউজ্জামান বদু, সহ – সভাপতি আব্দুল সবুর খান সেন্টু, সাঈদ আহমেদ স্বপন সহ পরিচালকরা হোসিয়ারী সমিতির (২০২৫-২০২৭) সাল পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।