বুধবার (১২ই ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় নগরীর প্রেসক্লাবের সামনে জেলার সাধারণ নাগরিকবৃন্দ এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাধারণ নাগরিকরা বলেন আমরা কার্ডধারীরা জানুয়ারি মাসের টিসিবি’র পন্য এখনো পায়নি। আমরা সল্পআয়ের মানুষ টাকা দিয়ে এ পন্যগুলো ক্রয় করে থাকি, এটা সরকার আমাদের ব্যাবস্হা করে দিয়েছে, তাহলে গরিবের পন্য নিয়ে বিসিবি কেন এতো তালবাহানা করছে এর জবাব আমরা চাই।