পথচারীরা জানান হকার্স মার্কেটের পিছনে দূর্গা মহলের পাশ ঘেঁষে ঐ গলির ভিতরে দীর্ঘদিন যাবতই চলে প্রকাশ্যে মাদক কেনাবেচা। আমরা সন্ধার পরে ভয়ে এই গলি দিয়ে যেতে পারিনা অথচ পুলিশ এই ব্যাপারে কোন পদক্ষেপ নেয় না।
নাম বলতে অনিচ্ছুক হকার্স মার্কেটের ব্যবসায়ী জৈনক জানান দীর্ঘদিন যাবত ধরে এই মার্কেটের পিছনে মাদক কারবারীদের আনাগোনা তবে ৫ আগষ্টের পরে এই মাদকসেবীদের আস্তানা আখড়ায় পরিণত হয়েছে।
এবিষয়ে জানতে সদর মডেল থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন মাদকের বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় নেই, আপনারা তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করেন আমি সর্বদাই প্রস্তুত আছি।