নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নির্বাচন করায় সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল ও সহ-সভাপতি আক্তার হোসেনের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা।
শুক্রবার ( ৭ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ বাজারস্থ মুহাম্মদ গিয়াস উদ্দিনের মুক্তিযোদ্ধা নিবাস ভবনে গিয়ে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল ও সহ-সভাপতি আক্তার হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন ও নেতাকর্মীদের নিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সাগর, সদস্য ডালিম প্রধান, সদস্য মিয়া চানসহ আরো অনেকে।