সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাসুকুল ইসলাম রাজীব নারায়নগঞ্জ জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের নেতাকর্মীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতি কার্যালয়ের সামনে জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম এর নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন সানি, য়ুগ্ম আহবায়ক আমান খান, হাজী সুমন মাহমুদ, জাকির হোসেন মামুন সহ প্রমুখ।
উল্লেখ্য গত রবিবার (২ ফেব্রুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষিত কমিটিতে সদস্য সচিব পদ রাখা হয়নি।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে। যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল এবং সদস্য রাখা হয়েছে মো: গিয়াসউদ্দিনকে। এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে।