নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জাব্বার। তিনি আরো বলেন
ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিকের অধিকার আদায়ে সহজ হবে আর শ্রমিক খুশী থাকলে মালিকের উৎপাদন বৃদ্ধি পাবে।
আমরা চাই মালিক ও শ্রমিকের মাঝে সু- সম্পর্ক সৃষ্টির মাধ্যমে শিল্পের উন্নতি ঘটিয়ে দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধি হবে।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইউম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফায়সুল, মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক এরশাদ খান এবং বিভিন্ন থানা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।