বক্তাবলি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মধ্যনগর নিবাসী মোঃ হোসেন আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।
৩১ জানুয়ারি এক শোকবার্তায় তিনি হোসেন আলীর মৃত্যুতে এই শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
শোকাবার্তায় গিয়াসউদ্দিন বলেন, দলের দুঃসময়ে স্বৈরূচার পতন আন্দোলনে একজন নির্ভীক সৈনিকের ভূমিকায় ছিলেন হোসেন আলী। দলের প্রতি তার আনুগ্যত প্রকাশ যেকোনো কর্মীকেই উৎসাহিত করবে। তার মত নির্লোভ, নিঃস্বার্থ দল প্রেমিক একজন ব্যক্তির মৃত্যুতে আমরদ গভীর শোকাহত।
গিয়াসউদ্দিন মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি মজিবুর রহমানের ভুলত্রুটি মার্জনা করে আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন সেই প্রর্থনা করেন।