রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের পিছনে প্রকাশ্যে মাদকের হাট গাজীপুরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ বেগম খালেদা জিয়ার সুস্থতা মহানগর বিএনপি নেতা জাকির খানের মুক্তি কামনায় মিলাদ ও দোয়া  সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নেই : সাদরিল আগে রাস্ট্র সংস্কার পরে নির্বাচন  -মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম নাসিকের সেবা থেকে ফতুল্লা অঞ্চলকে বঞ্চিত করেছে শামীম ওসমান – আব্দুল জব্বার  আওয়ামী লীগের কর্মসূচী দেওয়ার সাহস দিয়েছে  প্রশাসন — আজিজুল ইসলাম রাজীব   পালাব না বলেও তারা বার বার পালিয়ে যায়: ডাঃ শফিকুর রহমান   না’ঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামী সমাবেশে যোগদান

মৃত্যা,র আগ পর্যন্ত হোসিয়ারী মালিকদের পাশে থেকে সেবা করে যাবো – বদিউজ্জামান বদু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৪ 🪪
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও বদিউজ্জামাল টেক্সটাইলের কর্নধার আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেছেন মালিকদের স্বার্থ রক্ষায়  ঐক্যবদ্ধ শক্তির  কোনো বিকল্প নাই। এই হোসিয়ারী মালিকরা আমাকে ১/১১ এর সময় নির্বাচিত করে আমার ১৪জন প্রর্থীকে সেবা করার সুযোগ দিয়েছিলো, তাদের এ ঋীন শোধ করার নয়। তাই মালিকদের পরিপূর্ণ স্বার্থ রক্ষায় মৃত্যুর আগ পর্যন্ত সুখে দুখে তাদের পাশে থাকবো।
 বৃহস্পতিবার (৩০শে জানুয়ারী) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আসন্ন ৩রা ফেব্রুয়ারী হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে ২০২৫-২০২৭ ইং আলহাজ্ব বদিউজ্জামান বদু’র নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্যজোট মনোনীত প্রার্থীদের পরিচিতি সভায় প্যানেল প্রধান হিসেবে তিনি এসব কথা বলেন।
 তিনি আরও বলেন আমি সহ পুরো প্যানেল কে যেনো মহান আল্লাহ পাক আপনাদের ভোটের মাধ্যমে জয়যুক্ত করেন সেই আস্হা ও বিশ্বাস আমাদের আছে।আমি নয়া মাটিতে মালিকদের দোকানপাট এর নিরাপত্তায় উভয় পাশে দুইটি গেট নির্মান করবো যা কি তৈরি করতে অডার দিয়েছি। এবং যারা হোসিয়ারী সমিতির কমিউনিটি সেন্টার দখল করে রেখেছে এই মালিকরাই তা দখল মুক্ত করবে আমি তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
তিনি বলেন এই কমিউনিটি কে বহুতল ভবনে রুপান্তর করে আধুনিক একটি কমিউনিটি সেন্টার তৈরি করবো যাতে করে হোসিয়ারী মালিকরা  ৬০ থেকে ৭০ পার্সেন্ট সাবসিডি পায় সেটি ব্যাবহারের জন্য। আপনারা যারা ভোটার এখানে আছেন অনুরোধ রইলো আমার পুরো প্যানেল কে আপনারা নিবার্চিত করবেন, যার ফলে আমরা সবাই মিলেমিশে আপনাদের উন্নয়ন এর জন্য কাজ করবো ইনশাল্লাহ।
পরিচিতি সভায় আরও উপস্হিত ছিলেন সাধারণ গ্রুপের পদপ্রার্থী আতাউর রহমান (ব্যালট নং-২) মোঃআব্দুল হাই (ব্যালট নং- ৩), আব্দুস সবুর সেন্টু (ব্যালট-নং- ৪), মোঃ দুলাল মল্লিক (ব্যালটনং-৮), মোঃ পারভেজ মল্লিক (ব্যালটনং- ১০), মোঃ বদিউজ্জামাল বদু- (ব্যালট নং-১২), বৈদ্যনাথ পোদ্দার (ব্যালট নং-১৩), মোঃমিজানুর রহমান (ব্যালট নং-১৫), মোঃ মনির হোসেন (ব্যালট নং-১৬),মোঃ মনির হোসেন খান (ব্যালট নং-১৭),মোঃ মাসুদুর রহমান (ব্যালট নং-১৮), মোঃ শাহিন হোসেন (ব্যালট নং- ২০) । এসোসিয়েট গ্রুপের পদপ্রার্থী অনিল সাহা (ব্যালট নং-১), নাছিমা আহমেদ (ব্যালট নং-৫),মোঃ নাছির শেখ (ব্যালট নং- ৬), মোঃ বিল্লাল হোসেন (ব্যালট নং-৯),সাইফুল ইসলাম হিরু শেখ (ব্যালট নং-১৪),সাঈদ আহমেদ স্বপন (ব্যালট নং-১৫),সহ হোসিয়ারী মালিকবৃন্দ। প্রসঙ্গত আগামী ৩রা ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ ক্লাব ভ্যানুতে হোসিয়ারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102