মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর অবৈধ হরতালের প্রতিবাদে মুসাপুরে বিক্ষোভ  ২য় বারের মত আজান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের হরতাল বিরোধী র‍্যালী ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী আহুত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান কর্মী সম্মেলন বাস্তবায়নে চাষাঢ়ায় খেলাফত মজলিসের গণসংযোগ শীতলক্ষ্যা বাঁচাও, বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ো!” দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন তারেক রহমানের নির্দেশ অমান্য করে কারো বিএনপির রাজনীতি করার অধিকার নাই : সেলিম সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সদস্যপদ পেলেন সাংবাদিক মোঃ মিঠুন মিয়া নারায়ণগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি নীতি সংস্কারের দাবিতে মানববন্ধন আমলাপাড়ায় খা‌লেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ

নারায়ণগঞ্জ জেলা মটর সাইকেল গ্যারেজ ও স্পেয়ার পার্টস দোকান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ 🪪
নারায়নগঞ্জে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর  পরিবেশে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা মটর সাইকেল গ্যারেজ ও স্পেয়ার পার্টস দোকান মালিক সমিতির (২০২৫-২৭) এর পরিচালনা পরিষদের  নির্বাচন সম্পন্ন হয়েছে

বুধবার (২৯শে জানুয়ারি) দিনব্যাপী নগরীর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে দুুপুর ২টা পর্যন্ত এ নির্বাচনে জেলা বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১৪০ জন ভোটরের মধ্যে ১৩২ জন ভোট প্রয়োগ করে । ৫টি পদে ১১ জন পদপ্রার্থী অংশগ্রহন করেন। সভাপতি পদে শেখ মোঃ ফারুক ভোট পেছেন ৮০টি তার প্রতিদ্বন্দী প্রার্থী আবু জাফর মোঃ আসলাম ভোট পেয়েছেন ৪৩টি, সহ সভাপতি পদে মোঃ রতন খান ভোট পেয়েছেন ৬৪টি তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ রতন মুন্সি ভোট পেয়েছেন ৫৪টি, সাধারণ সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান ভোট পেয়েছেন ৯৫টি তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ মনির হোসেন ভোট পেয়েছেন ৩০টি, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ মোহন শেখ ভোট পেয়েছেন ৬৯টি তার প্রতিদ্বন্দী প্রার্থী তন্বয় ঘোষ ভোট পেয়েছেন ৫১টি এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাদেক ভোট পেয়েছেন ৬৯টি তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ সম্রাট ভোট পেয়েছেন ৫০টি ও তার নিকটতম  প্রতিদ্বন্দী মোঃ শাহিন ভোট পেয়েছেন ১টি।

এছাড়াও ২টি ব্যালট পেপার বাতিল করেছে নির্বাচন কমিশন ।  নির্বাচনে  প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম ওস্তাত, সহকারী ছিলেন আলমগীর কবির রনি, আইয়ুব, সামছুল হক ও মেহেদী।

নির্বাচন শেষে নির্বাচন ফলাফল ঘোষানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের নব-নির্বাচিত সভাপতি  শেখ মোঃ ফারুক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টু, বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী।

ভোট গননা শেষে বিশেষ অতিথি এনামুল হক সিদ্দিকী নির্বাচনি ফলাফল ঘোষনা করেন।

এ সময় তিনি বলেন, যারা জয়ী হয়েছেন তারা সদস্যদের ভোট ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা রেখে তাদের কল্যানে এগিয়ে আসবেন। পাশাপাশি যারা পরাজিত হয়েছে তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন বলেই এই সুন্দর একটি অনুষ্ঠান সফল হয়েছে।

নব নির্বাচিত সভাপতি শেখ ফারুক তার সমাপনী বক্তব্যে বলেন, তাকে পুনরায় সভাপতি পদে নির্বাচিত করায় তিনি সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরো বলেন নির্বাচন নেতা নির্ণয়ের একটি পক্রিয়া মাত্র, আমরা বিজয়ীরা পরাজিতদের ও সকল সদস্যদের সাথে নিয়েই সংগঠনের কাযক্রম চালিয়ে নিবো। আমাদের এই সংগঠনকে সরকারী ভাবে নিবন্ধিত অর্থাৎ রেজিষ্ট্রেশন করতে হবে। যাতে রাষ্ট্রীয় কোন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত না হই। নব নির্বাচিত পরিচালনা কমিটির জন্য সকলের দোয়া কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102