নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন থানা থেকে আগত প্রায় তিন শতাধিক উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
সভায় নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খতমে নবুওয়তের কমিটি গঠনের জন্য প্রথমে প্রত্যেক থানা থেকে আগত আলেমদের মতামতের ভিত্তিতে তিন জন করে এবং শীর্ষ কয়েকজন আলেমকে আহলে শূরা মনোনীত করা হয়। পরে আহলে শূরার বিশেষ সভায় কমিটি গঠন করা হয়।
নারায়ণগঞ্জ উলামা পরিষদের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আল্লামা আব্দুল আউয়াল ও মুফতী জাকির হুসাইন কাসেমীকে সাধারণ সম্পাদক করে এবং খতমে নবুওয়তের জেলা সভাপতি হিসেবে মাওলানা আব্দুল কাদির ও মুফতী মামুনুর রশীদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ পরিষদের সদস্য সংখ্যা হবে ৩১৩ জন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, কাশীপুর মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সবুর কাসেমী, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, মাওলানা মুফিজুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি, দারুল কোরআনের মুহতামিম মুফতী মামুনুর রশীদ, দেওভোগ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রহমান, হাজীগঞ্জ মাদ্রাসার মুহতামিম মুফতী ইমরান হোসাইন, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মুফতী মামুন ফেরদাউস, হাজিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, সোনারগাঁওয়ের মাওলানা উবাইদুল কাদের নদভী, বন্দর থানা উলামা পরিষদের সভাপতি মুফতী কবির হোসাইন, আড়াইহাজারের মাওলানা আইয়ুব, রূপগঞ্জের মাওলানা তানঈম মাদানী, ফতুল্লা ইমাম সমাজের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, উলামা কল্যাণ সভাপতি মুফতী ফয়জুল্লাহ, সিরাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, প্রমুখ উলামায়ে কেরাম।
সভাপতি:- আল্লামা আব্দুল আউয়াল
সেক্রেটারি:- মুফতী জাকির কাসেমী
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি
জেলা সভাপতি:- মাওলানা আব্দুল কাদির
জেলা সেক্রেটারি:- মাওলানা মামুনুর রশীদ