মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর অবৈধ হরতালের প্রতিবাদে মুসাপুরে বিক্ষোভ  ২য় বারের মত আজান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের হরতাল বিরোধী র‍্যালী ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী আহুত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান কর্মী সম্মেলন বাস্তবায়নে চাষাঢ়ায় খেলাফত মজলিসের গণসংযোগ শীতলক্ষ্যা বাঁচাও, বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ো!” দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন তারেক রহমানের নির্দেশ অমান্য করে কারো বিএনপির রাজনীতি করার অধিকার নাই : সেলিম সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সদস্যপদ পেলেন সাংবাদিক মোঃ মিঠুন মিয়া নারায়ণগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি নীতি সংস্কারের দাবিতে মানববন্ধন আমলাপাড়ায় খা‌লেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ

নাসিকের সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৭২ 🪪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ট্রান্সপোটেশন মাস্টার প্লান প্রকল্পের অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগর ভবন অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জে প্রতিবছর ৪৯ শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আগামীতে শহরের জনসংখ্যা তিন কোটির কাছাকাছি পৌঁছাতে পারে। এ বিষয়ে বক্তারা মন্তব্য করেন, শহরের যানজট সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন, যা ভবিষ্যতে বৃহত্তর উন্নয়ন ও জনসংখ্যার চাপ মোকাবেলা করতে সক্ষম হবে। শহরের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর সমাধান আগে দিতে হবে। প্রকল্পগুলো যেহেতু আগামী ১০০ বছরের জন্য পরিকল্পিত, তাই বর্তমানে সবার আগে জরুরি সমস্যাগুলোর মোকাবেলা করা প্রয়োজন।

রিকশার লাইসেন্স প্রদান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা জানান, সরকার এখনও রিকশার লাইসেন্স দেওয়ার জন্য কোনো বৈধ নীতিমালা তৈরি করেনি। তাই, প্রশাসকের পক্ষ থেকে যে লাইসেন্স দেওয়া হয়েছে, তা অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে চলমান পাঁচটি প্রকল্প বিষয়ে আলোচনা করা হয়। প্রকল্পগুলো হলো কদমরসুল সেতু, ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল রেলগেজ, খানপুরে অভ্যন্তরীনণ কন্টেনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ, পঞ্চবটি হতে মুক্তারপুর সড়ক প্রশস্থকরণ ও দোতলা রাস্তা নির্মাণ এবং নারায়ণগঞ্জ সদরে মেট্রোরেল। অনুষ্ঠানের প্রথমেই প্রকল্প পরিচালকরা প্রকল্প বিষয়ে সংক্ষিপ্ত প্রেজেনটেশন উপস্থাপন করেন। এর পরপরই প্রকল্পগুলো আগামীতে কিভাবে শহরের যানজট আরও বৃদ্ধি করবে এ বিষয়ে আলোচনা করে কিছু সম্ভাব্য সমাধান তুলে ধরেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ট্রান্সপোটেশন মাস্টার প্লান প্রকল্পের টিম লিডার মাহবুবুল বারি এবং প্রকল্প প্ল্যানার আব্দুল আল ফাহাদ।

নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলামের সঞ্চালনায় নাসিক প্রশাসক (অতিরিক্ত সচিব) এএইচএম কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সচিব (উপ-সচিব) মোঃ নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড আবু আল ইউসুফ খান টিপু , নারায়নগঞ্জ যাত্রী অধিকার ফোরামের সভাপতি রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, জেলা কমিনিষ্ট পার্টির সভাপতি মোঃ হাফিজুর রহমান,  নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন, জামায়াতে ইসলাম মহানগর সভাপতি মাওলানা আব্দুল জব্বার, ন্যাপ সাধারণ সম্পাদক এ্যাড, আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সাবেক কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা সাধারণ সম্পাদক ফারুক মহসিন ওয়ার্কাস পার্টির জেলার শাখার সভাপতি মোঃ মাহমুদ হোসেন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102