দিদার খন্দকার আরও বলেন সনতন্ত্র পদে আমরা নির্বাচন করার কারনে আপনাদের সম্মান বৃদ্ধি পেয়েছে যার ফলে প্রার্থীরা সম্মানের সাথে আপনাদের কাছে এসে ভাোট চাইছে, আজকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং উৎসব মূখোর পরিবেশে নির্বাচনি প্রচার চালাতে পারছি। আমরা চাই আপনাদের সম্মান যেনো অটুট থাকে মৃত্যুর আগে প্রযন্ত্য। এজন্য প্রয়োজন আপনাদের ভোট ও দোয়া।
তিনি আরও বলেন আমাদের এই প্যানেলে যদি নির্বাচনে অংশগ্রহন না করতা তাহলে একটি পক্ষ সিলেকশনের মাধ্যমে আপনাদের নেতৃত্ব দিতো, যার ফলে আপনারা মনের মতো পছন্দের প্রার্থী কে নির্বাচিত করতে পারতেন না। আপনাদের শিল্পেই আমাদের একটাই চাওয়া আর নয় সিলেকশন এইবার হবে নির্বাচন