তিনি আরও বলেন তবে যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের সবাইকে জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্বরণ করতে হবে। কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসীর একমাত্র অগ্রনায়ক হলেন জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমান জন্ম না নিলে বাংলাদেশ পেতাম না। তিনি জন্ম না নিলে আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো আদর্শ নেত্রী পেতাম না। তাঁরা জন্ম না নিলে তারুণ্যের অহংকার, আমাদের নেতা তারেক রহমানকে পেতাম না।
রবিবার (১৯শে জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টার চত্বরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভা, কম্বল বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ্যাড, টিপু বলেন, শহীদ জিয়াউর রহমান না থাকলে একটি তলা বিহীন ঝুড়িকে, সমৃদ্ধশালী বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিতি করাতে পারতাম না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতো না, বাক স্বাধীনতা ফিরে পেতাম না, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেতাম না। আজকে শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে যেমন আমাদের আনন্দ তেমনি আমাদের বেদনা। কারণ উনি আমাদের মাঝে নাই। জিয়াউর রহমান বেচেঁ থাকলে শেখ হাসিনার মতো খুনি, ফ্যাসিস্ট জন্ম হতো না। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকতে পারতেন না। আসুন আমরা সবাই তাঁর মতো দেশ প্রেমিক হয়ে উঠি।এসময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড,সাখাওয়াত হোসেন খান, যুগ্ন আহ্বায়ক এ্যাড,জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু, কার্যকরী কমিটির সদস্য এ্যাড,রফিক আহমেদ, ডাঃ মজিবুর রহমান, মাকিত মোস্তাকিন শিপলু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড,এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব মোঃ শাহেদ আহমেদ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা,কামাল উদ্দিন মীর্জা জনি,দুলাল হোসেন, শ্রমিকদলের আহবায়ক মোঃ আসলাম, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোঃ মামুন, বিএনপি নেতা কামরুল হাসান চুন্নু, বরকত উল্লাহ, সহ প্রমূখ।