ফতুল্লা থানার কেতাবনগরে অবস্থিত বন্ধ মাষ্টার টেক্সটাইল গার্মেন্টস দ্রুত চালু এবং শ্রমিকদের বকেয়া আইনানুগ পাওনাদি প্রদানের দাবিতে শ্রমিকরা মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। পরে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
শহীদ মিনারে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক জোসনা। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খান, এবং কারখানার শ্রমিক সোহেল ও সুজন।
নেতৃবৃন্দ বলেন, গত ২৮ নভেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ২৮(ক) অনুযায়ী কারখানাটি আকস্মিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এর পর থেকে দেড় মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করেনি।
শ্রমিকরা উল্লেখ করেন, গত ১ ডিসেম্বর তারা মালিকপক্ষ ও শ্রম সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে অভিযোগ দেন। ১৬ জানুয়ারি কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের ত্রিপক্ষীয় সভায় মালিকপক্ষ অনুপস্থিত ছিল। বিকেএমইএ সভাপতির নিকট অভিযোগ জানালেও তিনিও কোনো পদক্ষেপ নেননি।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকরা বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। বাড়ির মালিকরা কারখানা বন্ধের কারণে বাসা ছেড়ে দিতে বলছে, দোকানদাররা বাকিতে পণ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। শ্রমিকরা চাকরিহীন হয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
সমাবেশে জেলা প্রশাসনকে শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।